বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা দেখে নিন - কম দামে ভালো ফ্যান কোনটি জানুন
ফ্যান গরমে অতিপ্রয়োজনীয় একটি ইলেক্ট্রনিক যযন্ত্র। প্রচণ্ড গরমে ফ্যানই একমাত্র শান্তি দিতে পারে। বর্তমান সময়ের তীব্র গরমে ভালো মানের ফ্যান ছাড়া ভালো স্বস্তির ঘুম আসা করা যায়না। কিন্তু আমরা ভালো ফ্যান চিনবো কীভাবে ? ভালো মানের ফ্যানের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। আজকের পোস্টে আমরা বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা দেখে নিবো।
বর্তমান সময়ে অনেক কোম্পানির ফ্যান আপনি বাজারে পাবেন তবে প্রতিটি কোম্পানির ফ্যান কি ভালো? অবশ্যই না। ভালো মানের ফ্যানের কিছু ভালো গুণ থাকে। আপনি যদি ভালো মানের ফ্যান কিনতে চান তাহলে আজকের পোস্টটি আপনার জন্য কারণ আজকের পোস্টে আমরা জানবো, বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা এবং কম দামে ভালো ফ্যান কোনটি সে সম্পর্কে।
ভূমিকা
ফ্যান গরমকালের সাথী। মধ্যবিত্ত মানুষের গরমে একমাত্র ভরসা ফ্যান আর ধনিরা তো এসি ব্যবহার করে। কিন্তু সমস্যা হচ্ছে বাজারে অনেক ব্র্যান্ডের ফ্যান আছে তার মধ্যে ভালো ফ্যান নির্বাচন করে কিনা সত্যি একটু কষ্টকর। আর মধ্যবিত্তরা সবসময় চাই দামে কম কিন্তু মানে ভালো একটি প্রোডাক্ট। একটি ভালো মানের ফ্যান কিনলে ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আপনাকে আর ১০ থেকে ১২ বছর কোন রকম চিন্তা করা লাগবে না। কিন্তু আপনি কি ভালো সিলিং ফ্যান চিনেন ? না চিনলেও সমস্যা নেই কেননা আজকের পোস্টে আমরা আপনাদের সেরা ১০ টি ফ্যানের তালিকা সম্পর্কে বলবো। বাংলাদেশের কম দামে ভালো ফ্যান কোনটি সে সম্পর্কে বিস্তারিত জানবো। এই বিষয়ে জানতে সম্পূর্ণ পোস্টটি পড়ুন।
বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা দেখে নিন
বাংলাদেশে বর্তমানে অনেক দেশি বিদেশী ব্র্যান্ড চালু আছে। প্রতিটি ব্র্যান্ড ফ্যান সাপ্লাই করে কিন্তু প্রতিটি ব্র্যান্ডের ফ্যান কি আপনার জন্য ভালো হবে। তাই এখন আমরা সেরা ভালো ১০টি ব্র্যান্ডের ভালো ফ্যানের তালিকা দেখবো।
- ভিশন ( Vision )
- বি আর বি ( BRB )
- ওয়ালটন ( Walton )
- যমুনা ( Jamuna )
- সিঙ্গার ( singar )
- বাটারফ্লাই ( ButterFly )
- সুপার স্টার ( Super Star )
- আরএফএল ( RFL )
- প্যারাডাইস ফ্যান ( ParaDaise )
- বাজাজ ( Bajej )
আমরা ইতিমধ্যে বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা সম্পর্কে জেনে গেছি। প্রথম থেকে তিনটি ফ্যানের মধ্যে যেকোনো একটি ফ্যান আপনার বাসা বাড়ির জন্য পছন্দ করতে পারবেন। মনে রাখবেন ভালো মানের জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে।
কিছু ভালো ফ্যানের সম্ভাব্য দামের তালিকা দেখে নিন
এখন আমরা কিছু ভালো ব্র্যান্ডের ফ্যানের মডেল এবং দামের তালিকা সম্পর্কে জানবো। আজকের পোস্টে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা এবং কম দামে ভালো ফ্যান কোনটি সে বিষয়ে বিস্তারিত আলোচনা।
ভালো সিলিং ফ্যান চিনার উপায়
অতি গরমে ভালো সিলিং ফ্যান ছাড়া বাসায় থাকা অসম্ভব হয়ে পরেছে। তাই ঘরে অবশ্যই একটি ভালো মানের সিলিং ফ্যান প্রয়োজন। কিন্তু আমরা কীভাবে বুঝবো কোনটি ভালো সিলিং ফ্যান এবং কোনটি খারাপ সিলিং ফ্যান। এখন আমরা ভালো সিলিং ফ্যান চিনার কিছু উপায় সম্পর্কে জানবো।
দাম
ভালো জিনিসের দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক। ভালো ব্র্যান্ডের সিলিং ফ্যানগুলো দেখবেন একটু দামি হবে। দামি হওয়ার অবশ্য কারণ আছে। ভালো ফ্যানের কয়েল, ক্যাপাসিটার , বিয়ারিং আরও অনেক যন্ত্র আছে যেগুলো একটু ভালো আর মজবুত হয় যার কারণে অন্যান্য ফ্যানের তুলনায় এই ফ্যানগুলো একটু বেশি টিকসই হয়। ভালো মানের জন্য তাই দামটাও একটু বেশি হয়।
ফ্যানের সাইজ
ভালো ফ্যানের সাইজ একটু বড় হয়। বড় ফ্যানের পাখাগুলো একটু বড় হয়। বড় বড় পাখা হলে ফ্যানের বাতাস পুরা ঘরে ছড়িয়ে পড়ে। আর ছোট ফ্যানের বাতাস শুধু এক জাইগায় থাকে। তবে পাখা নির্ভর করে ফ্যানের কয়েলের ওপর। কেননা ছোট কয়েল হলে বড় বড় পাখা টানতে পারবে না।
ব্লেড
এখনকার সময়ে অনেক ব্লেডের ফ্যান বাজারে পাওয়া যায় যেমন ৩ ব্লেডের , ৪ ব্লেডের এবং ৭ ব্লেডের ফ্যান। ব্লেডের ওপর ফ্যানের বিদ্যুৎ সাশ্রয়ী কিনা সেটা নির্ভর করে। ব্লেড ৩ এর বাতাস সবথেকে বেশি এবং বিদ্যুৎ সাশ্রয়ী হয়।
ফ্যানের পাখার উচ্চতা
একটি ফ্যানের বাতাস কত দূর পর্যন্ত যাবে সেটি তার পাখার ওপর নির্ভর করে। ভালো মানের ফ্যানের পাখা একটু বড় হয়। বেশি বাতাস পেতে ঘরের মেঝে থেকে ৯ ফুট উচ্চতায় ফ্যান টাঙানো উচিত কারণ বেশি ওপরে থাকলে বাতাস চারিদিকে ছড়িয়ে পড়বে গায়ে বাতাস লাগবে না।
বাতাস
ভালো মানের ফ্যান চিনার আরও একটি উপায় হচ্ছে এই ফ্যানগুলোর বাতাস অনেক বেশি হয়। ফ্যানগুলো চালু করার সাথে সাথে বাতাস শুরু হয়ে যায়।
বিদ্যুৎ খরচ কম
ভালো মানের ফ্যানের বিদ্যুৎ খরচ তুলনামূলক অনেক কম হয়। তবে চালানোর ওপর বিদ্যুৎ খরচ নির্ভর করে।
গ্যারান্টি থাকে বেশি
ভালো মানের ফ্যানের গ্যারান্টি অনেক দিনের থাকে কারণ এগুলো দাম বেশি হওয়ার কারণে ভিতরের যন্ত্রগুলো অনেক ভালো মানের হয় যার কারণে ৮ থেকে ১০ বছরেও এগুলো নষ্ট হয়না তাই কোম্পানিগুলো নিশ্চিন্তে ব্যবহার করার জন্য অনেক দিনের ওয়ারেন্টটি বা গ্যারান্টি দিয়ে থাকে।আমরা ভালো মানের ফ্যানের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আজ আমরা জানবো বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা সম্পর্কে।
কম দামে ভালো সিলিং ফ্যান কোনটি ?
সবার মনে একটি প্রশ্ন যে, কম দামে ভালো সিলিং ফ্যান কোনটি ? প্রথমেই বলেছি ভালো মানের জিনিসের দাম একটু ভালো হয়। তবে দামে কম কিন্তু মানে ভালো এই রকম কিছু কিছু সিলিং ফ্যান আছে। কিছু কম দামি সিলিং ফ্যানের নাম হলঃ
- Vison Super Ceiling Fan 24″
- BRB Ag Deluxe Fan
- Energypac Fan Size 56"
- Super Star Premium Pro Ceiling 24"
উপরিক্ত এই ফ্যানগুলোর দাম তুলনামূলক অনেক কম। দামে একটু কম হলেও ফ্যানগুলোর মান অনেক ভালো। এই ফ্যানগুলো আপনি ২০০০ থেকে ৩০০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।
সিলিং ফ্যান কত ওয়াটের হয় ?
অনেকে বাড়ির বিদ্যুৎ সরবরাহের ওপর ভিত্তি করে ফ্যান সংগ্রহ করে। আগেকার দিনে একটি ফ্যানের জন্য ১৫০ ওয়াটের বিদ্যুৎ প্রয়োজন হত কিন্তু বর্তমানে অনেক আপডেটের কারণে একটি সিলিং ফ্যান চালাতে ৭০ থেকে ৮০ ওয়াটের প্রয়োজন হয়। অন্যদিকে টেবিল ফ্যান ৫০ থেকে ৫৫ ওয়াটের মধ্যে চালান সম্ভব ।
তবে স্পীডের ওপর ওয়াট কম কিংবা বেশি হতে পারে। বেশি স্পীডে ফ্যান চললে ৫০ থেকে ১০০ ওয়াটের মত বিদ্যুৎ লাগতে পারে। তাহলে এখন আমরা নিশ্চয় আমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছি । আজকের পোস্ট থেকে আমরা জানলাম, বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা সম্পর্কে।
ওয়ালটন সিলিং ফ্যানের গ্যারান্টি কত বছরের ?
যেকোনো পণ্য কিনার আগে আমরা ঐ পণ্যের দামের পাশাপাশি কিছু প্রশ্ন করে থাকি। যেমন গ্যারান্টি অথবা ওয়ারেন্টটি কত দিনের। ওয়ালটন একটি দেশি পণ্যের কোম্পানি। ওয়ালটন কোম্পানি ফ্রিজের পাশাপাশি ফ্যান সরবরাহ করে ব্যপক সুনাম অর্জন করেছে। তবে ওয়ালটন ফ্যানের কোন গ্যারান্টি নেই তবে ওয়ারেন্টি আছে। একটি ওয়ালটন কোম্পানির ফ্যানের ১০ থেকে ১২ বছরের ওয়ারেন্টি থাকে। অর্থাৎ এই সময়ের মধ্যে কোন সমস্যা হলে কোম্পানি বিনা খরচে সমাধান করে দিবে। তবে আপনি যদি ইচ্ছেকৃত ভাবে ক্ষতি সাধন করেন তবে কোম্পানি এর কোন দায়ভার নিবে না।
ওয়ালটন সিলিং ফ্যানের দাম ২০২৪
প্রিয় পাঠক এখন আমরা বর্তমান সময়ে কিছু ওয়ালটন সিলিং ফ্যানের দাম সম্পর্কে জানবো। আজকের পোস্টে আমরা বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা দেখে নিন। কম দামে ভালো ফ্যান কোনটি তা জানবো। নিচে কিছু ওয়ালটন কোম্পানির ফ্যানের মডেলের দাম উল্লেখ করা হলঃ
- Walton WPF-24A-PBC (24") মডেলের এই ফ্যানের দাম ৭৩৯০ টাকা ( প্রায় )
- Walton WPF24S-RSC (24") মডেলের এই ফ্যানের দাম ৭২৯০ টাকা ( প্রায় )
- Walton Gloria Ceiling Fan মডেলের এই ফ্যানের দাম ৫৭৩২ টাকা ( প্রায় )
- Walton Comfort Ceiling Fan মডেলের এই ফ্যানের দাম ৫৪৯০ টাকা ( প্রায় )
- Walton WPF16L5-RMC (16") মডেলের এই ফ্যানের দাম ৫২৩০ টাকা ( প্রায় )
- WaltonWPF-16OB-RMC (16")মডেলের এই ফ্যানের দাম ৪,০৩০টাকা ( প্রায় )
- Walton WPF16L5-PBCমডেলের এই ফ্যানের দাম ৩৯৩০টাকা ( প্রায় )
- Walton WCF5604 WR মডেলের এই ফ্যানের দাম ৩৮৫০ টাকা ( প্রায় )
- Walton WPF-16OB-PBC (16") মডেলের এই ফ্যানের দাম ৩,৪৩০টাকা ( প্রায় )
- Walton Lily Ceiling Fan মডেলের এই ফ্যানের দাম ৩,৩৯০ টাকা ( প্রায় )
- Walton WPF16OA-PBC (16") মডেলের এই ফ্যানের দাম ২৭৫০ টাকা ( প্রায় )
উপরে কিছু মডেলের Walton ফ্যানের দাম সম্পর্কে আমরা জানলাম।
বিআরবি সিলিং ফ্যানের দাম ২০২৪
বিআরবি সিলিং ফ্যান বর্তমানে অন্যতম একটি ব্র্যান্ডের ফ্যান। বাজারে প্রচুর চাহিদা রয়েছে এই ফ্যানের। আমরা এখন কিছু বিআরবি সিলিং ফ্যানের মডেল ও দাম সম্পর্কে জানবো।
- BRB Lovly 56'' Inche মডেলের দাম ৩৫০০ টাকা ( প্রায় )
- BRB Lovly 48'' Inche মডেলের দাম ৩২০০ টাকা ( প্রায় )
বিআরবি সিলিং ফ্যান অনেক আধুনিক একটি ফ্যান। এই ফ্যানটির কয়েলের কোয়ালিটি অনেক ভালো। এই ফ্যানটির বাতাস অন্যান্য ফ্যানের বাতাসের তুলনায় অনেক বেশি এবং ঠাণ্ডা । বিআরবি ফ্যানের ৮ থেকে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি থাকে।
যমুনা সিলিং ফ্যানের দাম ২০২৪
যমুনা একটি নামকরা ব্র্যান্ড। এই ব্র্যান্ডের ফ্যানগুলোর মান অনেক ভালো এবং দামও অনেক সাশ্রয়ী। কিছু ব্র্যান্ড এবং মডেলসহ দাম উল্লেখ করা হলঃ
- JAMUNA SUPER DELUX PLUS- FAN 36'' INCHE মডেলের ডাম ৬২৩০ টাকা ( প্রায় )
- JAMUNA SUPER DELUX-FAN 48'' INCHE মডেলের ডাম ২৮৮০ টাকা ( প্রায় )
- JAMUNA SUPER DELUX- FAN 56'' INCHE মডেলের ডাম ২৮৩১ টাকা ( প্রায় )
কেবি সিলিং ফ্যানের দাম ২০২৪
কেবি সিলিং ফ্যান ভালো মানের ফ্যানের মধ্যে একটি। এই ফ্যানের দাম ৩০০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ক্লিক সিলিং ফ্যানের দাম ২০২৪
ক্লিকের প্রতিটি ইলেক্ট্রনিক প্রোডাক্ট অঙ্ক ভালো মানের হয় তাই ক্লিক বর্তমানে মানুষের মনে আস্থা অর্জন করে নিছে। কিছু ক্লিক ব্র্যান্ডের সিলিং ফ্যানের মডেল ও দাম দিয়া হল নিচে দেওয়া হলঃ
- CAMELLIA 56'' INCHE ক্লিক সিলিং ফ্যানের দাম ৩৮২০ টাকা ( প্রায় )
- CRAUN 56'' INCHE ক্লিক সিলিং ফ্যানের দাম ৩২০০ টাকা ( প্রায় )
- CHALENGER 56'' INCHE ক্লিক সিলিং ফ্যানের দাম ৩৩৭০ টাকা ( প্রায় )
- DIVINE 56'' INCHE ক্লিক সিলিং ফ্যানের দাম ৩৮২০ টাকা ( প্রায় )
- PREMIO 56'' INCHE ক্লিক সিলিং ফ্যানের দাম ৩৬৫৫ টাকা ( প্রায় )
ওয়ালটন চার্জার ফ্যানের দাম কত ?
বর্তমানে গরমে বিদ্যুৎ একেবারে থাকছে না বললেই চলে। এমন সময়ে একটি চার্জার ফ্যানের অনেক দরকার হতে পারে। কিন্তু চার্জার ফ্যানের দাম এবং মডেল সম্পর্কে কোন ধারণা নেই। এখন আমরা ওয়ালটন চার্জার ফ্যানের মডেল ও দাম সম্পর্কে জানবো।
- W17OA-MS 17'' INCHE মডেলের দাম টাকা
- W17OA-EM-MS 17'' INCHE মডেলের দাম ৫৯৯০ টাকা ( প্রায় )
- W17OA-AS 17'' INCHE মডেলের দাম ৬৯৯০ টাকা ( প্রায় )
- WRTF14A 14'' INCHE মডেলের দাম ৪৯৯০ টাকা ( প্রায় )
- WRTF12A 12'' INCHE মডেলের দাম ৪০৯০ টাকা ( প্রায় )
- WRTF12B 12'' INCHE মডেলের দাম ৩৯৯০ টাকা ( প্রায় )
- WRTF9A 9'' INCHE মডেলের দাম ২৩৯০ টাকা ( প্রায় )
- WRPF06A 6'' INCHE মডেলের দাম ১৭৯০ টাকা ( প্রায় )
আমরা ইতিমধ্যে ওয়ালটন ব্র্যান্ডের কিছু চার্জের ফ্যানের দাম ও মডেল সম্পর্কে জেনেছি। আজকের পোস্টে আমরা বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা দেখে নিন। কম দামে ভালো ফ্যান কোনটি সে সম্পর্কে জানলাম।
শেষকথা
গরমে অতিষ্ঠ হয়ে অনেকেই ফ্যান সম্পর্কে জানতে চাইছে তাই আজকের পোস্টটি তাদের জন্য লিখা। আপনি যদি আপনার বাসার জন্য একটি ভালো মানের ফ্যান কিন্তা চান তাহলে আপনাকে অবশ্যই ভালো খারাপ বিবেচনা করে নিতে হবে। সেজন্য আপনাকে আজকের পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে। আজকের পোস্টে আমরা বাংলাদেশের সেরা ১০টি ফ্যানের তালিকা দেখে নিন। কম দামে ভালো ফ্যান কোনটি সে সম্পর্কে জানলাম।
সর্বোপরি পোস্টটি ভালো লাগলে লাইক ফলো করে পাশেই থাকবেন। ভালো ভালো পোস্ট পড়তে নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। বন্ধুদের মাঝে পোস্টটি শেয়ার করে তাদের ভালো খারাপ ফ্যান চিনতে এবং ফ্যানের দাম জানতে সাহায্য করুন, ধন্যবাদ।
রাজশাহীি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url