গলায় এলার্জির লক্ষণ - এলার্জি দূর করার উপায় জেনে নিন

প্রিয় পাঠক আজকের পোস্টের মুল বিষয় হলো গলায় এলার্জির লক্ষণ এবং এলার্জি দূর করার উপায় সম্পর্কে। এছাড়াও আজকের পোস্টে আমরা গলায় এলার্জির চিকিৎসা, গলায় এলার্জির ঔষধ, গলায় ক্যান্সারের লক্ষণ, গলায় ইনফেকশনের লক্ষণ, গলায় টিউমারের লক্ষণ, গলায় ঘা এর লক্ষণ, গলায় আলসারের লক্ষণ, গলার ভিতরে চুলকানি কেন হয় ইত্যাদি বিষয় সম্পর্কেও আলোচনা করবো।
গলায় এলার্জির লক্ষণ - এলার্জি দূর করার উপায়
তাহলে চলুন জেনে নেই গলায় এলার্জির লক্ষণ, চিকিৎসা ,এলার্জি দূর করার উপায় এবং এলার্জি সবচেয়ে ভালো ঔষধ জানবো।

গলায় এলার্জির লক্ষণ

গলায় এলার্জির চিকিৎসা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এখন চলুন জেনে নেই গলায় এলার্জির বিভিন্ন লক্ষন সম্পর্কে। আমাদের অনেক সময় বিভিন্ন কারনে শরীরে এলার্জির সমস্যা দেখা দিয়ে থাকে। প্রতিদিনের খাদ্যভাস, জীবানুর আক্রমন, অপরিস্কার পরিবেশে বসবাস ইত্যাদির কারনে আমাদের শরীরে এলার্জির সমস্যা দেখা দেয়।

অনেক সময় বিভিন্ন ধরনের অসুখের ইনজেকশন নিলে আমাদের শরীরে এলার্জির প্রভাব দেখা দেয়। বিশেষজ্ঞরা কিছুদিন আগে জানিয়েছেন, করোনাকালীন সময়ে আমরা যারা করোনা প্রতিরোধের জন্য টিকা নিয়েছিলাম। তাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখন এলার্জির সমস্যায় আক্রান্ত।

এই ধরনের আরও কিছু মরনব্যাধি রোগ রয়েছে যা প্রতিরোধ করার জন্য আমরা ইনজেকশন নিলে আমাদের এলার্জির সমস্যা দেখা দেয়। এখন চলুন জেনে নেই শরীরে এলার্জি দেখা দিলে কি কি লক্ষন প্রকাশ পায় তা সম্পর্কে।

গলায় এলার্জির লক্ষণ

  • গলায় চুলকানি বা ঘামাচির মত ছোট ছোট মাংসপিন্ড দেখা দেয়।
  • গলায় অনবরত ব্যথা হতে থাকে।
  • কোনো কিছু খেলে গলায় ব্যথা হতে থাকে।
  • কন্ঠ কর্কশ হয়ে যায়।
  • কন্ঠের স্বর পরিবর্তন হয়ে যায়।
  • গলা ফুলে যায়।
  • গলার মধ্যে আটসাটতা ভাব চলে আসে।
  • কাশির মত সমস্যা দেখা দেয়।
  • গলায় এলার্জির চিকিৎসা
পূর্বে আমরা গলায় এলার্জির লক্ষণ এবং এলার্জি দূর করার উপায় সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো গলায় এলার্জির বিভিন্ন চিকিৎসা সম্পর্কে। আমাদের শরীর যখন অতিরিক্ত পরিমানে সংবেদনশীল হয়ে যায়, তখন আমাদের শরীরে এলার্জির সমস্যা শুরু হয়।

আমাদের বিভিন্ন কারনে এলার্জির সমস্যা দেখা দেয়। যেমন- ধুলাবালির কারনে, বিভিন্ন খাবার খেলে, অনেক ঔষধ আছে যা সেবন করলে আমাদের দেহে এলার্জির সমস্যা দেখা দেয়। সঠিক সময়ে এর চিকিৎসা না করালে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যায়।

তাই এলার্জির লক্ষন দেখা দেওয়ার সাথে সাথে আমাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং ঔষধ সেবন করা উচিত। এখন চলুন জেনে নেই গলায় এলার্জির বিভিন্ন ধরনের চিকিৎসা সম্পর্কে।

গলায় এলার্জির চিকিৎসা

গলায় এলার্জির সমস্যা দেখা দিলে আমরা আপেল সিডার ভিনেগার খেতে পারি। প্রতিদিন সকালে খালি পেটে আপেল সিডার ভিনেগার খেলে আমাদের গলার এলার্জি দূর হয়ে যায়।

  • আদাতে এন্টি-ইনফ্লেমটরি এবং এন্টি-ব্যাক্টেরিয়াল উপাদান থাকে। যা আমাদের দেহ থেকে ব্যাক্টেরিয়া এবং প্রদাহজনিত বিভিন্ন ধরনের অসুখ দূর করতে সাহায্য করে। আমাদের এলার্জির সমস্যা দূর করতে আমরা আদা সেবন করতে পারি।
  • অল্প পরিমান কুসুম গরম পানির মধ্যে ডুমুর দিয়ে তার রস এবং ডুমুর খেলে আমাদের শরীরের ব্যাক্টেরিয়া দূর হয়ে যায়। আমাদের দেহ থেকে এলার্জি দূর করতে আমরা ডুমুর খেতে পারি।
  • রসুনে অনেক বেশি এন্টি-ইনফ্লেমেটরি, এন্টি-ব্যাক্টেরিয়াল এবং এন্টি-ফাংগাল উপাদান থাকে। যা আমাদের দেহ থেকে ব্যাক্টেরিয়া এবং ছত্রাক দূর করতে সাহায্য করে। আমরা আমাদের এলার্জির সমস্যা সমাধানে রসুন ব্যবহার করতে পারি।
  • হলুদে এন্টি-ব্যাক্টেরিয়াল এবং এন্টি-ভাইরাস উপাদান বিদ্যমান থাকে। যা শরীর থেকে ব্যাক্টেরিয়া এবং ভাইরাসজনিত সমস্যা দূর করতে সাহায্য করে। আমরা আমাদের এলার্জির সমস্যা দূর করতে হলুদ ব্যবহার করতে পারি।

গলায় এলার্জির ঔষধ

পূর্বে আমরা গলায় এলার্জির লক্ষণ এবং এলার্জি দূর করার উপায় সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব গলায় এলার্জির জন্য সেবন করা বিভিন্ন ঔষধ সম্পর্কে। ঔষধসমুহ হলোঃ

  • Venitrex syrup
  • Cope 30mg Tablet
  • Navision 120mg
  • Histakind 120mg
  • Alarnex 120mg
  • Fexogis 120mg

গলায় ক্যান্সারের লক্ষণ

পূর্বে আমরা গলায় এলার্জির লক্ষণ এবং গলায় এলার্জির চিকিৎসা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব গলায় ক্যান্সারের বিভিন্ন লক্ষন সম্পর্কে। আমাদের দেহে যখন কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন আমাদের ক্যান্সার এর সমস্যা দেখা দেয়।

আর যখন আমাদের গলায় ক্যান্সার কোষ এর বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন আমাদের গলায় ক্যান্সার দেখা দেয়। গলায় ক্যান্সার হলে আমাদের বিভিন্ন ধরনের লক্ষন দেখা দেয়। লক্ষনগুলো নিম্নরুপঃ

  • অনবরত গলা ব্যথা হয়ে থাকে।
  • খাবার গিলতে অসুবিধা হয়।
  • কন্ঠে কর্কশ ভাব দেখা দেয়।
  • শরীরের ওজন হঠাত করে অনেকটা কমে যায়।
  • কাশির সমস্যা শুরু হয়।
  • কন্ঠস্বরের পরিবর্তন দেখা দেয়।
  • ঘাড় ফুলে যায়।
  • কানে ব্যথার সৃষ্টি হয়।

গলায় ইনফেকশনের লক্ষণ

গলায় এলার্জির লক্ষণ এবং এলার্জি দূর করার উপায় সম্পর্কে আমরা পূর্বে জেনেছি। এখন আমরা গলায় ইনফেকশনের বিভিন্ন লক্ষন সম্পর্কে জানব। আমাদের প্রতিদিনের করা কিছু কাজের কারনে আমাদের গলায় ইনফেকশন দেখা দেয়। অতিরিক্ত পরিমানে ধূমপান, এলকোহল পান করা, তামাকজাতীয় দ্রব্য সেবন ইত্যাদির কারনে আমাদের গলায় ইনফেকশন দেখা দেয়।

ইনফেকশন হলে আমাদের গলার মাংস ধীরে ধীরে পচতে শুরু করে এবং একসময় তা বিরাট আকার ধারন করে। শরীরের অভ্যন্তরে থাকা বিভিন্ন অঙ্গ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন চলুন জেনে নেই গলায় ইনফেকশনের বিভিন্ন লক্ষন সম্পর্কে।

আর একটি কথা নিম্নের লক্ষণগুলো যদি আপনার ক্ষেত্রে দেখা দেয় সেক্ষেত্রে সময় নষ্ট না করে যতদ্রুত সম্ভব ডাক্তারের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত এবং সেই অনুযায়ী ঔষধ সেবন করা উচিত। এখন চলুন জেনে নেই লক্ষনগুলো সম্পর্কে। লক্ষণগুলি নিম্নরুপঃ

  • খাবার খাওয়ার সময় গলায় প্রচন্ড ব্যথা হয়।
  • খাবার গিলতে অসুবিধা হয়।
  • কন্ঠস্বর কর্কশ হয়ে যায়।
  • প্রচন্ড মাথাব্যথার সমস্যা দেখা দেয়।
  • অনবরত কাশি হতে থাকে।
  • লসিকা গ্রন্থি হঠাত করে ফুলে ওঠে।
  • শরীরে অনেক বেশি জ্বর দেখা দেয়।
  • কোনো কারন ছাড়াই বমি হয়ে থাকে।

গলায় টিউমারের লক্ষণ

পূর্বে আমরা গলায় এলার্জির লক্ষণ এবং এলার্জি দূর করার উপায় সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব গলায় টিউমারের বিভিন্ন লক্ষন সম্পর্কে। আমাদের গলায় যখন কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তখন গলায় ক্যান্সার ধরা দেয়।

কিন্তু অনেক সময় কোষ বিভাজিত হয়ে বড় মাংসপিন্ড দেখা দেয়। যা ক্রমে শক্ত হয়ে যায় এবং এটি কোনোভাবেই কমতে চায় না। এই অবস্থাকে বলা হয় গলায় টিউমার। টিউমার হলে মাংসপিন্ড শক্ত পাথরে পরিনত হয়। আমাদের গলায় টিউমার হলে কিছু লক্ষন দেখা দেয়। চলুন লক্ষনগুলো সম্পর্কে জেনে আসি। লক্ষনগুলো নিম্নরুপঃ

  • গলার আশেপাশে মাংসপিন্ড দেখা দেয়।
  • নিঃশ্বাস নিতে কষ্ট হয়।
  • গলার আওয়াজ বসে যায়।
  • খাবার খেতে সমস্যা দেখা দেয়।
  • গলা ব্যথা করে।
  • মাঝে মাঝে গলা থেকে রক্ত পড়ে।

গলায় ঘা এর লক্ষণ

গলায় এলার্জির লক্ষণ এবং এলার্জি দূর করার উপায় সম্পর্কে আমরা পূর্বে জেনেছি। এখন আমরা জানব গলায় ঘা এর বিভিন্ন লক্ষন সম্পর্কে। গলার ঘাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় বলা হয়ে থাকে ফ্যারিঞ্জাইটিস। যার অর্থ হলো গলার পিছনে প্রদাহ।

এই সমস্যা কিছুটা গলায় ইনফেকশন এর সাথে সামঞ্জস্য। আমাদের গলায় ঘা হলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যা লক্ষন নামে পরিচিত। এখন চলুন জেনে নেই গলায় ঘা হলে কি কি লক্ষন দেখা দেয় তা সম্পর্কে। লক্ষনগুলো নিম্নরুপঃ

  • গলায় ব্যথা হয়ে থাকে।
  • হঠাত করে শরীরে জ্বর দেখা দেয়।
  • নাক দিয়ে অনবরত পানি পড়ে।
  • কাশির মত সমস্যা শুরু হয়।
  • প্রচন্ড মাথাব্যথা সৃষ্টি হয়।
  • খাবার খেতে অসুবিধায় পড়তে হয়।
  • লিম্ফ নোড ফুলে যায়।
  • কন্ঠস্বর পরিবর্তন হয়ে যায়।

গলায় আলসারের লক্ষণ

পূর্বে আমরা গলায় এলার্জির লক্ষণ এবং এলার্জি দূর করার উপায় সম্পর্কে জেনেছি। এখন আমরা গলায় আলসারের বিভিন্ন লক্ষন সম্পর্কে জানব। আলসার মানে প্রধানত আমাদের পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের মধ্যে হওয়া ক্ষতকে বোঝানো হয়।

আলসারের কারনে আমাদের দেহের অভ্যন্তরে রক্তপাত এবং ইনফেকশন হয়ে থাকে। আমাদের গলায় আলসার এর অর্থ হলো গলায় তৈরি হওয়া ক্ষত। এখন চলুন জেনে নেই গলায় আলসার হলে আমাদের কি কি লক্ষন দেখা দেয় তা সম্পর্কে। লক্ষনগুলো নিম্নরুপঃ

  • কোনো কারন ছাড়াই বমি বমি ভাব দেখা দেয়।
  • মলত্যাগের সময় রক্ত বের হয়ে থাকে।
  • খাবার খাওয়ার সময় অধিকাংশ ক্ষেত্রে বুক জ্বালাপোড়া করে।
  • পেট অনেক বেশি ফুলে যায়।
  • পেটের ওপরের অংশে ব্যথা হতে থাকে।
  • ক্ষুধার প্রবনতা কমে যায়।
  • অনেক বেশি ঠেকুর ওঠে।

গলার ভিতরে চুলকানি কেন হয়

গলায় এলার্জির লক্ষণ এবং এলার্জি দূর করার উপায় সম্পর্কে আমরা পূর্বে জেনেছি। এখন চলুন জেনে নেই গলার ভিতরে চুলকানির বিভিন্ন কারন সম্পর্কে। কারনসমুহ নিম্নে উল্লেখ করা হলো।

  • বাতাসে আর্দ্রতা কম থাকলে।
  • এলারজির মত সমস্যা থাকলে।
  • সর্দির মত সমস্যা থাকলে।
  • ব্যাক্টেরিয়া সংক্রমন ঘটালে।
  • আশেপাশের পরিবেশ দূষিত থাকলে।

এলার্জি দূর করার উপায়

বর্তমান সময়ে এলার্জি একটি মারাত্মক সমস্যা। ছোট বড় ছেলে মেয়ে অনেকেই এই সমস্যায় ভোগে। তাই এখন আমরা এলার্জি দূর করার উপায় সম্পর্কে জানব

  • বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
  • ঠান্ডা জায়গায় খালি পায়ে হাঁটবেন না।
  • ঠান্ডা কোন খাবার খাবেন না।
  • খালি গায়ে ঠান্ডা জায়গায় হাঁটবেন না।
  • শীতকালের শরীরকে গরম রাখার চেষ্টা করুন।
  • পুষ্টিকর খাবার খান যেমন ভিটামিন সি যুক্ত খাবার খান।
  • নাক দিয়ে পানি পড়লে নেজাল ড্রপ ব্যবহার করুন।
  • এলার্জি জাতীয় খাবার খাবেন না।
উপরোক্ত কাজগুলো করলে ঘরোয়া ভাবে এলার্জি দূর করা সম্ভব। আমাদেরে আজকের পোস্টের আলোচনার বিষয় হচ্ছে গলায় এলার্জির লক্ষণ - এলার্জি দূর করার উপায়।

এলার্জি সবচেয়ে ভালো ঔষধ

বর্তমান সময়ে এলার্জির সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে এন্টিহিস্টামিন জাতীয় ঔষধ। জাতীয় ওষুধের মধ্যে প্রথম সারিতে পড়ে এলাট্রল। আরও রয়েছে অ্যান্টিলিউকোট্রিন,এপিনেফ্রিন এবং মাস্ট সেল স্টেবিলাইজার। এগুলো ওষুধ সাধারণত এলার্জি চিকিৎসা ব্যবহৃত হয়ে থাকে। আজকের পোস্টের আলোচনার বিষয় হচ্ছে গলায় এলার্জির লক্ষণ - এলার্জি দূর করার উপায়।

স্কিন এলার্জি থেকে মুক্তির উপায়

আমাদের মধ্যে অনেকে আছে যারা স্কিন অ্যালার্জির সমস্যায় ভুগে। স্কিন অ্যালার্জির সমস্যা সমাধানের প্রথম এবং প্রধান উপায় হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালার্জির কারণে আমাদের ত্বকে চুলকানি হয়ে ফস্কা পরে যায় এই সমস্যা সমাধানে অ্যালোভেরা জেল অনেক কার্যকারী ভূমিকা পালন করে থাকে। অ্যালোভেরা জেল খুবই দ্রুত জ্বালা এবং চুলকানি থেকে মুক্তি দেয়। 

বাসায় যদি অ্যালোভেরা গাছ থাকে তাহলে একটু কেটে লাগিয়ে দিলে দ্রুত উপশম মিলে। আর যদি গাছ না থাকে তাহলে বাজার থেকে অ্যালোভেরা জেল কিনে সেটি ব্যবহার করা যেতে পারে। আজকের পোস্টের আলোচনার বিষয় হচ্ছে গলায় এলার্জির লক্ষণ - এলার্জি দূর করার উপায়।

এলার্জি জাতীয় খাবার

নিচে কিছু এলার্জি জাতীয় খাবারের তালিকা দেওয়া হলঃ

  • চিনাবাদাম
  • গরুর দুধ
  • মাছ
  • গাছ বাদাম
  • জেলি ফিস
  • সয়া
  • গম/ চাল দ্বারা তৈরি খাবার।
  • মাংস
অ্যালার্জি থেকে বাঁচতে আমাদের উপরিক্ত খাবার পরিহার করতে হবে।

লেখকের মন্তব্য

প্রিয় পাঠক আজকের পোস্ট থেকে আমরা গলায় এলার্জির লক্ষণ, এলার্জি দূর করার উপায় ,গলায় এলার্জির চিকিৎসা, গলায় এলার্জির ঔষধ, গলায় ক্যান্সারের লক্ষণ, গলায় ইনফেকশনের লক্ষণ, গলায় টিউমারের লক্ষণ, গলায় ঘা এর লক্ষণ, গলায় আলসারের লক্ষণ, গলার ভিতরে চুলকানি কেন হয় ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছি।

আশা করি আজকের পোস্ট থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। আমরা এই ধরনের পোস্ট প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। নিয়মিত পোস্ট পড়তে ওয়েবসাইট ফলোও করুন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো বন্ধুদের সাথে শেয়ার করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url