ওমিপ্রাজল ২০ দাম কত - ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত

আজকের পোস্টের মুল বিষয় হলো ওমিপ্রাজল ২০ এর দাম এবং ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। এছাড়াও আজকের পোস্টে আমরা ওমিপ্রাজল এর কাজ কি, ওমিপ্রাজল ২০ কি , ওমিপ্রাজল ২০ দাম কত, ওমিপ্রাজল ২০ কিসের ঔষধ, ওমিপ্রাজল ২০ খাওয়ার নিয়ম, ইসোমিপ্রাজল এর কাজ কি, ওমিপ্রাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া, ইসোমিপ্রাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কেও আলোচনা করবো।
ওমিপ্রাজল ২০ দাম কত
ওমিপ্রাজল ২০ এর দাম এবং ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা।

ওমিপ্রাজল ২০ কি ?

প্রিয় পাঠক আজকের পর থেকে আমরা জানব ওমিপ্রাজল ২০ এর দাম এবং ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। ওমিপ্রাজল একটি পাকস্থলীর অ্যাসিড নিঃসরণ নির্বিতের কাজ করে। এই ওষুধটি জলিনজার এলিসন সিনড্রোম, গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাস্ক ডিজিজ, পেপটিক আলসার ইত্যাদি চিকিৎসা ব্যবহৃত হয়। ওমিপ্রাজল ২০ নিম্নোক্ত উপসর্গে ব্যবহৃত হয়।
  • গ্যাস্ট্রিক আলসার
  • ডিওডেনাল আলসার
  • জলিনজার এলিসন সিনড্রোমে
  • এনেস্থিসিয়াকালে
  • গ্যাস্টিক এসির জনিত কারণে
  • গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাস্কডিজিজে
  • নন-স্টেরয়ডাল প্রদাহবিরোধী ঔষধ খাওয়ার পূর্বে
উপরোক্ত রোগের ক্ষেত্রে ওমিপ্রাজল ২০ ব্যবহৃত হয়ে থাকে। আজকের পোস্ট থেকে আমরা ওমিপ্রাজল ২০ দাম কত, ওমিপ্রাজল ২০ কিসের ঔষধ সে সম্পর্কে বিস্তারিত জানবো।

ওমিপ্রাজল ২০ দাম কত 

ওমিপ্রাজল ২০ অনেকেই ব্যবহার করে থাকে কিন্তু এর দাম অনেকেরই অজানা। কোন জিনিসের দাম জানা থাকলে সেটা কিনতে অনেক সুবিধা হয়। তাই আমরা এখন ওমিপ্রাজল ২০ দাম কত সে সম্পর্কে জানব। একটি ওমিপ্রাজল ২০ ক্যাপসুলের দাম হচ্ছে ৫ টাকা। এখানে একটি স্ট্রিপে বা পাতায় ১০ টি ক্যাপসুল থাকে। তবে কোম্পানি ভেদে ঔষধের দাম একটু সামান্য কমবেশি হতে পারে। 

অথবা প্রতিটি স্ট্রিপে ওষুধের পরিমাণ কম বেশি থাকতে পারে। তবে আপনি একটি ওমিপ্রাজল 20 ক্যাপসুল কিনতে গেলে ৫ টাকা থেকে ৫.৫০ টাকা পর্যন্ত খরচ করতে হবে। আজকের পোস্টের মুল বিষয় হলো ওমিপ্রাজল ২০ এর দাম এবং ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা।

ওমিপ্রাজল ২০ কিসের ঔষধ

ওমিপ্রাজল ২০ কিসের ঔষধ অনেকেরই অজানা। আজকের পোস্টে আমরা আমি ওমিপ্রাজল 20 দাম কত এবং ওমিপ্রাজল ও ইস্মোপ্রাজল এর দাম সম্পর্কে বিস্তারিত জানবো। ওমিপ্রাজল বিষ কিসের ঔষধ সেটা আমরা ওপরে ইতিমধ্যে জেনেছি। তারপরও আমরা আবার জানব ওমিপ্রাজল ২০ কিসের ঔষধ । আজকের পোস্টের মুল বিষয় হলো ওমিপ্রাজল ২০ এর দাম এবং ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। এই ওষুধটি জলিনজার এলিসন সিনড্রোম, গ্যাস্ট্রইসোফ্যাজিয়াল রিফ্লাস্ক ডিজিজ, পেপটিক আলসার ইত্যাদি চিকিৎসা ব্যবহৃত হয়। সুতরাং বোঝায় গেলো ওমিপ্রাজল ২০ কিসের ঔষধ সে সম্পর্কে।

ওমিপ্রাজল ২০ খাওয়ার নিয়ম

ওমিপ্রাজল ২০ হচ্ছে একটি গ্যাসের ঔষধ। এটি সাধারণত গ্যাসের জন্য খাওয়া হয়। শুধুমাত্র গ্যাসের জন্য এই ওষুধ খাওয়া হয়। আবার অনেক ঔষধের সাথে ওমিপ্রাজল ২০ খাওয়া হয়। ডাক্তারগঞ্জ সাধারণত দিনে একবার ওমিপ্রাজল ২০ খাওয়ার জন্য বলে কিন্তু দরকার পড়লে আপনি সকালে এক ডোজ এবং রাতে এক ডোজ সেবন করতে পারেন। এক্ষেত্রে আস্ত ট্যাবলেট বা ক্যাপসুলটি। এই ওষুধটি যেহেতু গ্যাসের ওষুধ সুতরাং খাবারের ২০ থেকে ৩০ মিনিট আগে ওষুধটি খেতে হয়। তবে একটি ভরপেট সেবন করা যায়।

ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য

ওমিপ্রাজল এবং ইসোমিপ্রাজল এই দুই ঔষধই প্রোটন পাম্প ইনহিবিটর হিসেবে ধরা হয়। আমাদের প্রতিদিনের খাবারের অনিয়ম, অতিরিক্ত ভাজাপোড়া খাবার ইত্যাদি করলে পেটের মধ্যে গড়মিল দেখা দেয়। আমাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়। প্রচুর পরিমানে বুক জ্বালাপোড়া করে থাকে। যার কারনে এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলে তিনি আমাদের সমস্যার ওপর নির্ভর করে দুইটি ওষুধের যেকোনো একটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকে।

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা জানতে চান, ওমিপ্রাজল এবং ইসোমিপ্রাজল এর মধ্যে মুল পার্থক্য কি তা সম্পর্কে। এখন চলুন জেনে নেই পার্থক্যগুলো সম্পর্কে।
ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্যঃ
  • ওমিপ্রাজলে দুটি স্টেরিও আইসোমার থাকে। কিন্তু অপরদিকে ইসোমিপ্রাজলে একটি আইসোমার থাকে।
  • ওমিপ্রাজল এবং ইসোমিপ্রাজলের ক্ষেত্রে এমজির পার্থক্য লক্ষ্য করা যায়।
  • অসুখের ওপর নির্ভর করে দুইটি ওষুধের যেকোনো একটি দেয়া হয়ে থাকে।

ওমিপ্রাজল এর কাজ কি

আজকের পোস্টের মুল বিষয় হলো ওমিপ্রাজল ২০ এর দাম এবং ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। এখন চলুন জেনে নেই ওমিপ্রাজল এর কাজ সম্পর্কে। আমাদের খাবারের অনিয়ম এবং অতিরিক্ত ভাজাপোড়া খাবার খাওয়ার কারনে আমাদের পেটে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়।

যার কারনে আমাদের পেটে প্রচন্ড ব্যথা এবং যন্ত্রনা হয়ে থাকে। এইসব সমস্যা থেকে বাচতে আমরা ওমিপ্রাজল সেবন করে থাকি। ওমিপ্রাজল হলো পিপিআই গ্রুপের একটি ওষুধ। পিপিআই অর্থ হলো প্রোটন পাম্প ইনহিবিটর।

এটি আমাদের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের পাকস্থলীতে থাকা এসিডের মাত্রা কমিয়ে দিয়ে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে সাহায্য করে। এখন চলুন জেনে নেই ওমিপ্রাজল এর কাজ সম্পর্কে। কাজগুলো নিম্নে উল্লেখ করা হলোঃ 
  • গ্যাস্ট্রিকের ব্যথা কমিয়ে পেটে যন্ত্রনা কমাতে সাহায্য করে।
  • বুকে জ্বালাপোড়ার সমস্যা দেখা দেয়।
  • আমাদের অনেক সময় বদহজমের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে বাচতে আমরা ওমিপ্রাজল সেবন করতে পারি।
  • আমাদের পাকস্থলীতে অনেক সময় আলসার এর সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে বাচতে আমরা ওমিপ্রাজল সেবন করতে পারি।
  • পাকস্থলীর এসিডের মাত্রা কমাতে সাহায্য করে।
  • পরিপাকতন্ত্রে অনেক সময় টিউমার এর মত অসুখ দেখা দেয়। এই সমস্যা দূর করতে আমরা ওমিপ্রাজল সেবন করতে পারি।

ইসোমিপ্রাজল এর কাজ কি

এখন আমরা জানব ইসোমিপ্রাজল এর কাজ সম্পর্কে। ওমিপ্রাজলের মত ইসোমিপ্রাজলও প্রায় একই রকম কাজ করে থাকে। কিন্তু কিছু কাজ আছে যা ইসোমিপ্রাজল এক্সট্রা করে থাকে। এখন চলুন জেনে নেই ইসোমিপ্রাজল এর কাজ সম্পর্কে। কাজগুলো হলোঃ
  • আমাদের পেটে অনেক সময় গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স নামক এক ধরনের অসুখ হয়ে থাকে। এই অসুখ থেকে বাচতে আমরা ইসোমিপ্রাজল সেবন করতে পারি।
  • ইরোসিভ ইসোফেগাইটাস নামক অসুখ দূর করতে ইসোমিপ্রাজল অনেক বেশি সাহায্য করে।
  • আমাদের পেটের আলসারের সমস্যা দূর করতে আমরা ইসোমিপ্রাজল সেবন করতে পারি।
  • পাকস্থলীতে থাকা এসিডের মাত্রা কমাতে আমরা ইসোমিপ্রাজল সেবন করে থাকি।
  • জলিঞ্জার ইলিশন এর সমস্যা দূর করতে আমরা ইসোমিপ্রাজল সেবন করে থাকি।

ওমিপ্রাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া

আজকের পোস্টের মুল বিষয় হলো ওমিপ্রাজল ২০ এর দাম এবং ওমিপ্রাজল ও ইসোমিপ্রাজল এর পার্থক্য সম্পর্কে বিস্তারিত আলোচনা। আমরা এখন জানব ওমিপ্রাজল আমাদের শরীরে কি কি পার্শ্ব প্রতিক্রিয়ার সৃষ্টি করে তা সম্পর্কে। কোনো কিছুই অতিরিক্ত ভালো না। আমরা যদি ওমিপ্রাজল এর ওপর বেশি নির্ভরশীল হয়ে যাই এবং অতিরিক্ত মাত্রায় এই ওষুধ সেবন করতে থাকি তবে আমাদের একসময় এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে।

যা হতে পারে অনেক ক্ষতিকর আমাদের শরীরের জন্য। এখন চলুন জেনে নেই অতিরিক্ত মাত্রায় ওমিপ্রাজল সেবন করলে কি কি ক্ষতি হতে পারে তা সম্পর্কে জেনে নেই।
  • অতিরিক্ত পরিমানে ওমিপ্রাজল সেবন করলে কবজি, নিতম্ব এবং পিঠে ব্যথা শুরু হয়।
  • গলায় ব্যথা হতে থাকে এবং নাক দিয়ে পানি পড়তে থাকে।
  • প্রসাবের সাথে রক্ত পড়া শুরু হয়।
  • আমাদের শরীরে থাকা বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে থাকে।
  • বমি ভাব দেখা দেয়।
  • পেটে অনেক বেশি ব্যথা হতে থাকে এবং ডায়রিয়ার মত সমস্যা দেখা দেয়।
  • শরীরে বিভিন্ন অঙ্গে ঘা এর মত সমস্যা শুরু হয়।
  • শরীরে হঠাত কাপুনি এবং খিচুনীর মত সমস্যা দেখা দেয়।

ইসোমিপ্রাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া

অতিরিক্ত পরিমানে ইসোমিপ্রাজল সেবন করলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। এখন আমরা সেই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানবো। তাহলে চলুন জেনে নেই ইসোমিপ্রাজল এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে।
  • আমাদের কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা দেখা দেয়।
  • কোনো কিছু যাচাই বাছাই করতে আমরা হিমশিম খেয়ে যাই।
  • শরীরে অবসাদ চলে আসে।
  • শরীর এবং মন দুটোই অনেক বেশি ক্লান্ত থাকে।
  • চোখের দৃষ্টিশক্তি কমে যায় এবং চোখে ঝাপসা দেখা শুরু হয়।
  • বুকে অনবরত ব্যথার সমস্যা দেখা দেয়।
  • মুখের বিভিন্ন জায়গায় ঘা এর মত সমস্যা দেখা দেয়।

লেখকের মন্তব্য

ওমিপ্রাজল এর কাজ কি, ওমিপ্রাজল ২০ কি , ওমিপ্রাজল ২০ দাম কত, ওমিপ্রাজল ২০ কিসের ঔষধ, ওমিপ্রাজল ২০ খাওয়ার নিয়ম, ইসোমিপ্রাজল এর কাজ কি, ওমিপ্রাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া, ইসোমিপ্রাজল এর পার্শ্বপ্রতিক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে জেনেছি।

আশা করি আজকের পোস্ট থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। আমরা এই ধরনের পোস্ট প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটে প্রকাশ করে থাকি। নিয়মিত পোস্ট পড়তে ওয়েবসাইট ফলোও করুন এবং নিয়মিত আপডেট থাকুন। বন্ধুদের মাঝে পোস্টটি শেয়ার করে তাদের এই সম্পর্কে জানতে সাহায্য করুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url