হাঁটু ব্যথার ট্যাবলেট - হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানুন

আজকের পোস্টের মুল বিষয় হলো হাঁটু ব্যথার ট্যাবলেট ও হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। এছাড়াও আজকের পোস্টে আমরা হাঁটুর হাড় ক্ষয়ের ব্যায়াম, হাঁটু ব্যথার কারণ, পায়ের হাঁটুর নিচের মাংসপেশিতে ব্যথা, হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার, হাঁটুর হাড় ক্ষয় হলে করণীয় ইত্যাদি বিষয় সম্পর্কেও আলোচনা করবো।
হাঁটু ব্যথার ট্যাবলেট
তাহলে চলুন জেনে নেই হাঁটু ব্যথার বিভিন্ন কারন, লক্ষন এবং প্রতিকার সম্পর্কে।

হাঁটু ব্যথার ট্যাবলেট

আজকের পোস্টের মুল বিষয় হলো হাঁটু ব্যথার ট্যাবলেট ও হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। এখন চলুন জেনে নেই হাঁটু ব্যথার ট্যাবলেট এর নাম সম্পর্কে। আমাদের হাঁটু ব্যথা অনেক অময় আপনা আপনি ঠিক হয়ে যায়। কিন্তু অনেক সময় তা ঠিক হতে চায় না। বরং সমস্যা আরো বেড়ে যেতে থাকে।

এই ধরনের সমস্যা হয়ে থাকে আমাদের নিত্যদিনের কাজের জন্য। আমাদের অনিয়মিত খাবার, ঘুম ইত্যাদির কারনে এই ধরনের সমস্যা দেখা দেয়। এখন চলুন জেনে নেই হাটুর ব্যথার কিছু ট্যাবলেট এর নাম সম্পর্কে।

  • ডিক্লোমল ট্যাবলেট ৫০ এমজি
  • ফেনাক প্লাস ৫০ এমজি
  • ডিক্লোইন প্লাস ট্যাবলেট
  • ইন্টাজেসিক ৫০ এমজি
  • কাডিনেক্সট প্লাস ৫০ এমজি
  • হিউমাকোরট ৫০ এমজি
  • এনজিওফ্লাম পি ৫০ এমজি

হাঁটুর হাড় ক্ষয়ের ব্যায়াম

হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে আমরা পরবর্তীতে জানবো। এখন চলুন জেনে নেই হাঁটু ক্ষয় রোধে কি কি ব্যায়াম করা যায় তা সম্পর্কে। আমাদের প্রতিদিনের চলাফেরা এবং অতিরিক্ত হাটার কারনে আমাদের হাটুতে ব্যথা হয়ে থাকে।

অনেক সময় এই ব্যথা এমনিতেই ঠিক হয়ে যায়। কিন্তু মাঝে মাঝে এই ব্যথা যেতে অনেক সময় লাগে। আমরা প্রতিদিন যদি কিছু ব্যায়াম করি তাহলে এই ধরনের ব্যথা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যায়। এখন চলুন জেনে নেই হাটুর হাড় ক্ষয়ের বিভিন্ন ব্যায়াম সম্পর্কে। ব্যায়ামগুলো নিম্নরুপঃ

  • মেঝেতে শুয়ে পড়তে হবে। এবার দুই পা আস্তে আস্তে ওপরে ওঠাতে হবে। এইভাবে ওপরে তুলে ৫-১০ সেকেন্ড ধরে রাখতে হবে। এইভাবে করলে হাটুর ব্যথা কমে যায়।
  • মেঝেতে শুয়ে পড়তে হবে। এবার হাঁটু মুখের কাছে নিয়ে আসতে হবে। এইভাবে করে প্রথমে বাম পা এবং পরে ডান পা মুখের কাছে নিয়ে আসতে হবে। এইভাবে করলে হাটুর ব্যথা অনেকটা কমে যায়।
  • সোজা হয়ে দাড়াতে হবে। এবার পা কিছুটা ফাক করতে হবে। এই অবস্থায় কোমর পর্যন্ত বসার মত করতে হবে এবং উঠতে হবে। এইভাবে করলে হাটুর ব্যথা কমে যায়।

হাঁটু ব্যথার কারণ

আজকের পোস্টের মুল বিষয় হলো হাঁটু ব্যথার ট্যাবলেট ও হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। এখন চলুন জেনে নেই হাঁটু ব্যথার বিভিন্ন কারন সম্পর্কে জানব। আমাদের প্রতিদিনের কিছু কাজকর্মের কারনে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা হয়ে থাকে। এছাড়াও হাঁটু ব্যথার বিভিন্ন কারন নিম্নে উল্লেখ করা হলোঃ

  • আরথ্রাইটিস রোগে কেউ ভুগলে হাঁটু ব্যথার সমস্যা দেখা দিতে পারে।
  • হাটুর লিগামেন্টে কোনো কারনে আঘাত পেলে হাঁটু ব্যথা দেখা দেয়।
  • দুই অস্থিসন্ধির মাঝে দুরত্ব তৈরি হলে হাঁটু ব্যথা হয়ে থাকে।
  • শরীরের ওজন অতিরিক্ত বেড়ে গেলে আমাদের হাটুতে ব্যথা হয়ে থাকে।
  • বাতের ব্যথা থাকলে সেখান থেকে হাঁটু ব্যথা হয়।

হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা

আমাদের প্রতিদিনের করা কিছু কাজের কারনে আমাদের হাটুতে ব্যথা হয়ে থাকে। এই ব্যথা কখনো কখনো এমনিতেই সেরে যায়। কিন্তু অনেকসময় ব্যথা সারতে অনেক সময় লেগে যায়। আমরা ঘরোয়া কিছু নিয়ম মেনে চললে এই ব্যথা থেকে মুক্তি পেতে পারি। আজকের পোস্টের মুল বিষয় হলো হাঁটু ব্যথার ট্যাবলেট ও হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে।

হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা নিম্নরুপঃ
  • আমাদের শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখতে হবে।
  • প্রতিদিন সময় করে নিয়মিত ব্যায়াম করতে হবে। কারন ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে এবং বিভিন্ন রোগ থেকে দূরে থাকে।
  • হাঁটু ব্যথার কারনে ফুলে গেলে প্রথমে গরম পানির সেক দিতে হয়। পরে ঠান্ডা পানির সেক দিলে ব্যথা অনেকটা কমে যায়।
  • পা উচু জায়গায় রাখতে হবে যেন পায়ে কোনো প্রকার ভর না থাকে।
  • পর্যাপ্ত পরিমানে বিশ্রাম নিতে হবে।
  • পা এবং হাঁটু ভালো রাখতে সঠিক জুতা ব্যবহার করতে হবে।
  • প্রতিদিনের খাবারে পুষ্টিকর খাদ্য রাখতে হবে।
  • হাটুতে বিভিন্ন ধরনের বন্ধনী ব্যবহার করতে হয়।
  • প্রতিদিন নিয়ম করে যোগব্যায়াম করা উচিত।
  • পায়ের হাঁটুর নিচের মাংসপেশিতে ব্যথা
আজকের পোস্টের মুল বিষয় হলো হাঁটু ব্যথার ট্যাবলেট ও হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। এখন আমরা পায়ের হাটুর নিচে মাংশপেশিতে ব্যথা কেন হয় এবং এর প্রতিকার সম্পর্কে জানব।
হাটুর নিচের মাংশপেশিতে ব্যথার কারনঃ

  • মাংশপেশির শক্তি কমে গেলে
  • অতিরিক্ত কাজ করলে
  • এনডিওরেন্স ক্ষমতা কমে গেলে
  • খিচুনীর মত সমস্যা দেখা দিলে
  • কোনো কারনে মাংশপেশি থেতলে গেলে
  • বাত রোগের কারনে
  • মাংশপেশিতে ব্যথা বা আঘাতের কারনে
এতক্ষন আমরা মাংশপেশিতে ব্যথার কারন সম্পর্কে জানলাম। এখন চলুন জেন নেই মাংশপেশিতে ব্যথা দূর করার উপায় সম্পর্কে। উপায়সমুহ নিম্নরুপঃ

  • চেয়ারে বসে প্রথমে পা গরম পানিতে এবং পরে ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখতে হবে।
  • দিনে পর্যাপ্ত পরিমানে বিশ্রাম নিতে হবে।
  • বরফের ট্রিটমেন্ট নিতে হবে।
  • মাংশপেশির যে জায়গায় ব্যথা সেখানে শক্ত করে কিছু বেধে রাখতে হবে।
  • যতটা সম্ভব পা উচু স্থানে রাখতে হবে।

হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার

আজকের পোস্টের মুল বিষয় হলো হাঁটু ব্যথার ট্যাবলেট ও হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। এখন আমরা হাঁটু ব্যথার কারন এবং প্রতিকার সম্পর্কে জানবো।
হাঁটু ব্যথার কারনঃ
  • বাতব্যথার সমস্যা থাকলে
  • হাড় কোনো কারনে ক্ষয় হয়ে থাকলে
  • রিওম্যাটিক বাত এর সমস্যা থাকলে
  • আমাদের হাড়ের জয়েন্টে ইনফেকশন থাকলে
  • পায়ের গোড়ালিতে ব্যথা থাকলে
এতক্ষন আমরা হাঁটু ব্যথার কারন সম্পর্কে জেনেছি। এখন আমরা হাঁটু ব্যথার প্রতিকার সম্পর্কে জানবো। 
প্রতিকারসমুহ নিম্নরুপঃ

  • ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখতে হবে।
  • শরীরের ওজন নিয়ন্ত্রনে রাখতে হবে।
  • প্রসাব পায়খানা করার সময় উচু কমোড ব্যবহার করতে হবে।
  • নিয়মিত ব্যায়াম করতে হবে।
  • প্রতিদিনের খাবারে ভিটামিনযুক্ত খাবার খাওয়া।
  • শরীরে মিনারেলস এর ঘাটতি যেন না থাকে সেদিকে খেয়াল রাখা।
  • আশযুক্ত খাবার খাওয়া।
  • চিকিৎসকের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা।

হাঁটুর হাড় ক্ষয় হলে করণীয়

পূর্বে আমরা হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব হাটুর হাড় ক্ষয় হলে কি করনীয় তা সম্পর্কে। হাটুর হাড় ক্ষয় এর ক্ষেত্রে কাদের ঝুকি বেশি তা সম্পর্কে চলুন জেনে নিই। 

  • যাদের বয়স ৫০ বছরের অধিক হলে।
  • মেয়েদের এই সমস্যা বেশি হয়ে থাকে।
  • পরিবারের কারো এই সমস্যা থা্কে।
  • অপারেশন করার পর যদি শরীরে ডিম্বাশয় এর ঘাটতি দেখা দেয়।
  • যারা অতিরিক্ত লম্বা তাদের ক্ষেত্রে।
এতক্ষন আমরা হাটুর ক্ষয় এর ক্ষেত্রে কাদের ঝুকি বেশি তা সম্পর্কে জানলাম। এখন চলুন জেনে নেই হাঁটু ক্ষয় এর বিভিন্ন কারন সম্পর্কে। কারনসমুহ নিম্নরুপঃ

  • শরীরে ভিটামিন ডি এর অভাব দেখা দিলে।
  • অতিরিক্ত ধুমপান করলে।
  • শরীরে অপুষ্টি দেখা দিলে।
  • শরীরের আকার ক্ষীন হলে।
  • অতিরিক্ত পরিমানে আমিষ জাতীয় খাবার খেলে।
  • অতিরিক্ত পরিমানে ক্যাফেইন জাতীয় খাবার খেলে।
  • কোল্ড ড্রিংক্স অতিরিক্ত পরিমানে খেলে।
  • অতিরিক্ত পরিমানে স্টেরয়েড সেবন করলে।
  • বিভিন্ন হরমোনজনিত কারনে।
এতক্ষন আমরা হাটুর ক্ষয় এর বিভিন্ন কারন সম্পর্কে জানলাম। এখন আমরা জানব হাঁটু ক্ষয় কিভাবে রোধ করা যায় তা সম্পর্কে। আজকের পোস্টের মুল বিষয় হলো হাঁটু ব্যথার ট্যাবলেট ও হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে।

  • প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করা।
  • ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া।
  • ভিটামিন-ডি জাতীয় খাবার খাওয়া।
  • মাছ, মাংস, ডিম এবং দুধজাতীয় খাবার খাওয়া।
  • তামাকজাতীয় বিভিন্ন দ্রব্য সেবন করা থেকে দূরে থাকা।
  • এলকোহল সেবন থেকে দূরে থাকা।
  • ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখা।
  • লিভার এর সমস্যা দূরে রাখা।
  • কিডনি রোগের চিকিৎসা নেওয়া।
  • অতিরিক্ত ওজন বা ভার না বহন করা।

লেখকের মন্তব্য

আজকের পোস্টের মুল বিষয় হলো হাঁটু ব্যথার ট্যাবলেট ও হাঁটুর ব্যথার ঘরোয়া চিকিৎসা সম্পর্কে। আমরা আরও জেনেছি হাঁটুর হাড় ক্ষয়ের ব্যায়াম, হাঁটু ব্যথার কারণ, পায়ের হাঁটুর নিচের মাংসপেশিতে ব্যথা, হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার, হাঁটুর হাড় ক্ষয় হলে করণীয় ইত্যাদি বিষয় সম্পর্কে জানলাম।

আশা করি আজকের পোস্ট থেকে আপনি আপনার মূল্যবান তথ্য পেয়েছেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের পোস্ট আপনাদের উদ্দেশ্যে শেয়ার করে থাকি। পোস্ট পড়তে আমাদের ওয়েবসাইট ফলোও করুন এবং নিয়মিত আপডেট থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রাজশাহীি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url